কালিগঞ্জ

প্রতারণার অভিযোগে কালিগঞ্জে মধু ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা

By Daily Satkhira

October 12, 2017

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণাপূর্বক মধু বিক্রির অভিযোগে বুধবার বিকাল ৫ টায় এক পাইকারী মধু ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তিনি মৌতলা গ্রামের শেখ পাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে আব্দুল্যাহ আল মামুন (২৫) সরেজমিন জানা যায়, আব্দুল্যাহ আল মামুন দীর্ঘ দিন যাবত পাইকারী ও খুচরা বিক্রেতা হিসেবে দেশের বিভিন্ন স্থানে মধু বিক্রির সাথে জড়িত। তিনি স্থানীয় পর্যায়ে মধু সংগ্রহ করে বোতলজাত করার পর ‘শিফা আন হানি’ নামক একটি কোম্পানির স্টিকার ওই বোতলের গায়ে লাগান। বিষয়টি এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর আহমেদ মাছুম ঘটনাস্থলে যেয়ে প্রতারণার বিষয়টি অবগত হয়ে এসময় তিনি ভোক্তা অধিকার সংরক্ষিত আইনে মধু ব্যবসায়ী আব্দুল্যাহ আল মামুনকে ১০ হাজার জরিমানা করেন।