আশাশুনি

গুনাকরকাটি কৃষি ব্যাংকের নিরাপত্তা প্রহরীকে পিটিয়ে জখম

By Daily Satkhira

October 12, 2017

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার গুনাকরকটি কৃষি ব্যাংকের নিরাপত্তা প্রহরীকে কে বা কাহারা লোহার রডের আঘাতে জখম করেছেন। মঙ্গলবার গভীর রাতে তাকে আহত করে, ব্যাংকের কোন ক্ষয়ক্ষতি না করেই আক্রমনকারী নিরাপদে পালিয়ে যায়। ব্যাংকের নিরাপত্তা প্রহরী গুনরাকরকাটি গ্রামের জহির উদ্দিন (জে এস এস সার্ভিসেস কর্তৃক নিয়োজিত) মঙ্গলবার রাতে ব্যাংকের দরজা-জানালা বন্দ করে ঘুমিয়ে পড়েন। রাত্র ১ টার দিকে তিনি প্রকৃতির ডাকে ব্যাংকের মূল কক্ষের দরজা খুলে সিঁড়ির নীচের বাথ রুমে যান। এসময় সিড়ি বেয়ে কাউকে নামার শব্দ শুনে জহির বার্থরুম থেকে বের হওয়া মাত্রই লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করা হয়। আঘাত করার পরপরই তিনি কক্ষের ভিতরে গিয়ে দরজা আটকে চিৎকার শুরু করেন। তখন আক্রমনকারীরা সিঁড়ি বেয়ে উপরে উঠে ছাদ থেকে ল্যাট্রিনের পাইপ বা আম গাছ বেয়ে নিচে নেমে নিরাপদে চলে যায়। তার চিৎকারে পাশের লোকজন এগিয়ে গিয়ে এবং ব্যাংকের অন্য কর্মকর্তা/কর্মচারী মোবাইলে খবর পেয়ে সেখানে গেলে তাকে ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। আক্রমণকারীরা কি উদ্দেশ্যে ব্যাংকে ঢুকে আক্রমণ করলো, ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় নিয়ে এলাকায় সমালোচনা চলছে। শাখা ব্যবস্থাপক আলতাফ হোসেন জানান, ঘটনাটি উর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হয়েছে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত মত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।