ভিন্ন স্বা‌দের খবর

যেখানে পুরুষরা যৌন নির্যাতনের শিকার!

By Daily Satkhira

October 12, 2017

বর্তমান বিশ্বে নারীদের মতো পুরুষেরাও কিন্তু খুব নিরাপদ নন। প্রতিদিনই বিশ্বের শত শত পুরুষ নির্যাতিত হচ্ছেন। অবাক করার ব্যাপার হচ্ছে, পুরুষ নির্যাতনের দিকে থেকে ব্রিটেনের পুরুষেরা সবার উপরে। কারণ ব্রিটিশ সরকারের এই সংক্রান্ত এক পরিসংখ্যানে দেখা গেছে, দেশটিতে প্রতিদিন গড়ে ২শ’ পুরুষ ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হন৷

পরিসংখ্যানে দেখা গেছে, ব্রিটেনে এই পুরুষ নির্যাতনের হার দিন দিন বাড়ছেই। থেরেসা মে সরকারের পরিসংখ্যান থেকে আরো জানা যায়, ব্রিটেনে প্রতিবছর ৭২ হাজার ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনা ঘটে। যার ১০টির মধ্যে একটি ঘটে পুরুষের ক্ষেত্রে৷ ওই পরিসংখ্যানে বলা হয়েছে পুলিশের সংরক্ষিত তথ্য অনুযায়ী ২ হাজার ১৬৪ জন ১৩ বছর বয়সী কিশোর ধর্ষণ ও যৌনহয়রানির শিকার হয়েছেন৷

ব্রিটেনের এমন খারাপ পরিস্থিতি বিশ্বের গণমাধ্যমে উঠে এলে ব্রিটিশ সরকার প্রথমবারের মত নির্যাতিত পুরুষদের আর্থিক সহযোগিতার কথা ঘোষণা করে। এছাড়া নির্যাতিত কিশোরদের উপদেশ ও পরামর্শ দিতে বিশেষ কর্মসূচীও হাতে নিয়েছে ব্রিটিশ সরকার। এজন্যে নতুন আর্থিক বছরে প্রায় ৫ লাখ পাউন্ড বরাদ্দ করা হয়েছে।