জাতীয়

যুক্তরাষ্ট্র থেকে ১১ বাংলাদেশি বহিষ্কার করলেন ট্রাম্প

By Daily Satkhira

October 12, 2017

স্বামী-স্ত্রী দম্পত্তিসহ ১১ বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে। ১১ অক্টোবর ভোর রাতে তাদেরকে বহিস্কার করা হয়। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের বিশেষ বিমানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের অবৈধ ও অপরাধী শতাধিক অভিবাসীর সাথে এই ১১ জনকেও কড়া প্রহরায় ঢাকায় নামিয়ে দেয়া হবে বলে জানা গেছে।

হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টে আইস তথা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট’র মিডিয়া দফতর এ তথ্যের সত্যতা স্বীকার করে জানান, ‘এটি প্রচলিত কার্যক্রমেরই একটি অংশ। একদিকে অভিবাসনের আইন লংঘন, অপরদিকে নানাবিধ অপকর্মে লিপ্তদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের যে কার্যক্রম চলছে, তারই ধারাবাহিকতায় এদের গ্রেফতার করে নিজ নিজ দেশে পাঠিয়ে দেয়া হলো।’ হোমল্যান্ড সিকিউরিটি দফতরের তথ্য অনুযায়ী, এ বছর দৈনিক গড়ে প্রায় ৪০০ অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হচ্ছে। গত বছরের চেয়ে তা ৪০% বেশী।

এই ১১ বাংলাদেশীর মুক্তির ব্যাপারে মার্কিন সিনেট ও কংগ্রেসে আবেদনকারী একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান মাজেদা এ উদ্দিন প্রচন্ড ক্ষোভের সাথে বলেন, ‘শুধুমাত্র গুরুতর অপরাধীদের ধরে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হচ্ছে সামাজিক ও জাতীয় নিরাপত্তার স্বার্থে’-এমন দাবি করছে প্রেসিডেন্ট ট্রাম্প। অথচ এই ১১ বাংলাদেশির একজনও কোন ধরনের অপরাধে লিপ্ত ছিলেন না।

তাদের অপরাধ একটাই, আর তা হচ্ছে অভিবাসনের মর্যাদা নেই। তারা সকলেই ব্যবসা-বাণিজ্য কিংবা দোকানের বিক্রেতা অথবা ট্যাক্সি ড্রাইভিং করে দিনাতিপাত করছিলেন। ব্রুকলীনের কোনি আইল্যান্ডে রেস্টুরেন্টে কর্মরত অবস্থায় মোজাম্মেল হককে গ্রেফতারের সময় তার স্ত্রী (একই রেস্টুরেন্টের কর্মী) বাধা দিয়ে ফেঁসে গেছেন। কারণ, তিনিও অবৈধভাবে এদেশে বাস করছিলেন। এ দম্পতির ৩টি শিশু সন্তান রয়েছে। সকলেরই জন্ম আমেরিকায়।

অপর বাংলাদেশিদেরও রয়েছে ২৫ শিশু-সন্তান। বাবার অনুপস্থিতিতে এই শিশুদের কী অবস্থা হবে, সেটি উল্লেখ করে সম্পূর্ণ মানবিক কারণে তাদের মুক্তি প্রদানে সর্বাত্মক সহায়তা চেয়ে আবেদন করেছিলাম ইউএস সিনেট ও ইউএস হাউজে। কিন্তু কোন সাড়া পাইনি।’ মাজেদা উদ্দিন বুধবার রাতে আরও জানান, ‘নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাসিয়ো কিছুক্ষণ আগে এক বার্তায় আমাকে জানিয়েছেন, গ্রেফতারকৃতদের জামিনে মুক্তির ব্যাপারে তিনি চেষ্টা করবেন।’

এদিকে, নিউইয়র্কসহ বিভিন্ন স্যাঙ্কচুয়ারি সিটিতে অভিযান চালিয়ে গত মাসের শেষ সপ্তাহের ৪ দিনে বাংলাদেশীসহ ৪২ দেশের ৪৮৯ অবৈধ ইমিগ্র্যান্টকে গ্রেফতার করেছে আইস (ইমিগ্রেশন এ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) এজেন্টরা। এরা নানা অপকর্মে জড়িত ছিল এবং ইমিগ্রেশনের আইন লংঘন করে বসবাস করছিল। কর্মকর্তারা আরো জানান, যে সব সিটি প্রশাসন অবৈধ এবং ক্রিমিনাল ইমিগ্র্যান্টদের ধর-পাকড়ে আইসকে সহায়তা দিতে অপারগতা প্রকাশ করেছে সেগুলোতে এ ধরনের অভিযান মাঝেমধেই চালানো হবে।

আইস জানিয়েছে, এক বাংলাদেশী গুরুতর অপরাধ করে জেল খেটেছে। মানুষজনকে হয়রানি করেছে। হুমকি-ধমকি অব্যাহত রেখেছিল। একদিকে ইমিগ্রেশনের স্ট্যাটাস নেই, অপরদিকে সামাজিক অস্থিরতার জন্যে অভিযুক্ত হওয়ায় তাকেসহ বেশ ক’জনকে গ্রেফতার করা হয়েছে অবিলম্বে বহিষ্কারের প্রক্রিয়ায়। সূত্র : এনআরবি নিউজ