আন্তর্জাতিক

সমঝোতা চুক্তি করল ফিলিস্তিনের হামাস ও ফাতাহ

By Daily Satkhira

October 12, 2017

ফিলিস্তিনের প্রধান দুই রাজনৈতিক দল হামাস ও ফাতাহ তাদের মধ্যে বিদ্যমান দ্বন্দ্ব নিরসনে মিশরের কায়রোতে এক ঐতিহাসিক সমন্বয় চুক্তিতে সই করেছে। মিশরের মধ্যস্থতায় দল দু’টির মধ্যে বিদ্যমান দীর্ঘ প্রায় এক দশকের দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে বৃহস্পতিবার এই চুক্তি সই হয়।

চুক্তি সই হওয়ার পর উভয় দলের প্রতিনিধিরা ১১ দফা বিশিষ্ট ওই চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করার অঙ্গীকারের কথা বলেন।

এই চুক্তির আওতায় ফিলিস্তিনের আইনসভা, রাষ্ট্রপতি এবং জাতীয় কাউন্সিল নির্বাচন চুক্তি সইয়ের এক বছরের মধ্যে সম্পন্ন করতে হবে। যদিও চুক্তির অন্যান্য বিষয়গুলো এখনও জনগণের সমুখে প্রকাশ করা হয়নি।

অবশ্য এর আগেও দুই দলের নেতাদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য ২০১১ সালের ৪ মে মিশরের মধ্যস্থতায় একই ধরনের চুক্তি সই হয়েছিল।

এক নজরে হামাস-ফাতাহ দ্বন্দ্ব

জানুয়ারি ২০০৬: ফিলিস্তিন কর্তৃপক্ষের আইনসভার নির্বাচনে জয়লাভ করে কট্টরপন্থী সংগঠন হামাস।

মার্চ ২০০৬: হামাস সরকার শপথ নেয়। যুক্তরাষ্ট্র ও ইইউ ফিলিস্তিন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক স্থগিত করে।

ফেব্রুয়ারি-মার্চ ২০০৭: ফাতাহ ও হামাস নিজেদের মধ্যে দ্বন্দ্ব নিরসনে মতৈক্যের সরকার গঠনের ব্যাপারে একমত হয়।

জুন ২০০৭: হামাস-ফাতাহ চরম বিরোধের একপর্যায়ে হামাস গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেয়। মতৈক্যের সরকার ভেঙে যায়। ইসরায়েল হামাস-নিয়ন্ত্রিত গাজার ওপর কড়া অবরোধ আরোপ করে।

মে ২০১১: হামাস-ফাতাহ সমঝোতা চুক্তি স্বাক্ষর।