তালা

তালায় বাল্যবিবাহ নিরোধ দিবস পালন

By Daily Satkhira

October 12, 2017

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার তালায় বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষ্যে র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র‌্যালীর শেষে উপজেলা চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক ও তালা তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, তালা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল রহমান, উপজেলা কৃষি অফিসার সামছুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান প্রমুখ। এরপর জাতীয় মহিলা সংস্থা তালা শাখার উদ্যোগে “বাল্য বিবাহ রুখতে হলে, আওয়াজ তোলো দলে দলে” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা চত্ত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে সভাপতিত্ব করেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিমেষ বিশ্বাস। প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় মহিলা সংস্থার তালা উপজেলা সংগঠক জাহাঙ্গীর হোসেন, মাঠ সম্বন্বয়কারী মাহমুদ হাসান, অফিস সহাকরী মাসকুরা খাতুন, তাসলিমা খাতুন প্রমুখ।