নিজস্ব প্রতিবেদক : মাছখোলা ব্রিজের দু’ধারে গাছের চারা রোপণে অনিয়মের অভিযোগ উঠেছে। এঘটনায় এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী জানান, সদ্য সমাপ্ত মাছখোলা ব্রিজে দু’ধার সংরক্ষণের জন্য টেন্ডার মাধ্যমে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সে অনুযায়ী টেন্ডার মাধ্যমে উক্ত চারা রোপণের কাজটি পান মাছখোলা এলাকার নূরুল ইসলাম ও আব্দুল হামিদ। কিন্তু চারা রোপনে নূরুল হামিদ কোন নিয়ম নীতির তোয়াক্কা করছেন না। সিডউল অনুযায়ী ব্রিজের দু’ধারের ১ কিলোমিটারের মধ্যে ১৪’শ চারা রোপনে কথা রয়েছে। কিন্তু দু’ধারে চারা রোপন করা হয়েছে ৪ থেকে ৫শ টি। চারা ক্রয়ের জন্য নির্ধারণ করা হয়েছে চারা প্রতি ৪৬০ টাকা। কিন্তু যে সব গাছের চারা সেখানে রোপন করা হয়েছে তার মূল্য ১৫ থেকে ২০ টাকা। মাঝে মাঝে গাছের ডালপুতেও চারা হিসাবে চালিয়ে দিয়েছেন তারা। এছাড়া গাছের জন্য বাঁশের চাটাই দিয়ে যে খাচা তৈরি করার কথা ছিলো তাও দেওয়া হয়েছে কম মূল্যের। যে কারণে ব্রিজের ধারে রোপন করা চারাগুলোর একটি বেঁচে নেই। তারা বন বিভাগের কর্মকর্তা ও থানা ইঞ্জিনিয়ারকে ম্যানেজ করে এধরনের কাজ করেছেন বলে জানিয়েছেন এলাকাবাসী। ঠিকাদার নুরুল ইসলামের কাছে তার ব্যবহৃত মোবাইল ফোনে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন এটি (সিও) বনবিভাগের কর্মকর্তার সাথে কথা বলেন। তিনি বিস্তারিত জানেন। উল্লেখ্য, উক্ত ঠিকাদার ব্রিজের দু’ধারে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণ করে। স্থানীয়রা এর প্রতিবাদ করলে ইট উত্তোলন করে পুনরায় সংস্কার করা হয়।