কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জে বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সিড্স প্রকল্প ও মিশন মহিলা সংস্থার সহযোগিতায় নির্বাহী কর্মকর্তা সম্মেলন কক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এমএ নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু‘র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের উপজেলা কো-অডিনেটর আশীষ কুমার হালদার, বে-সরকারী উন্নয়ন সংস্থা সার্স এর প্রোগ্রাম ম্যানেজার ওবায়দুল হক, সুশীলনের উপজেলা কো-অডিনেটর হাবিবুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র ইসমাইল হোসেন, পাইলট বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী জামিলা খাতুন, কিশোরী ক্লাবের সদস্য পান্না নাহার প্রমুখ। এসময় নির্বাহী কর্মকর্তা বলেন, নারীদের সকল ক্ষেত্রে এগিয়ে নেওয়ার জন্য সর্ব প্রথম বেগম রোকেয়া কাজ শুরু করেছিলেন। শুধু স্বাধীনতা অর্জন করলে হবে না সেটাকে ধরে রাখতে হবে। কালিগঞ্জ উপজেলাকে ২০১৪ সালের ২৩ মার্চ বাল্য বিয়ে মুক্ত ঘোষনা করা হয়। বাল্য বিয়ে দেওয়ার কারণে কিছু কিছু যায়গায় বিয়ের আসরে প্রশাসনের কর্মকর্তারা হানা দিয়েছে। কারো কারো জেল জরিমানা করা হয়েছে। দেশে প্রথম বারের মত ১২ অক্টোবর বাল্য বিবাহ নিরোধ দিবস পালিত হচ্ছে। এফিডেভিটের মাধ্যমে বয়স বাড়িয়ে ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার আইনগত কোন বৈধ্যতা নেই। এ বিষয়ে অভিভাবকসহ সকল মহলকে সচেতন হতে হবে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।