মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদরের আগরদাঁড়ি ইউনিয়নের বেদেপোতা গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সাংসদ রবি ঐ এলাকার সাধারণ মানুষের সাথে তাদের সুখ-দুঃখ ও বিভিন্ন সমস্যা নিয়ে উঠান বৈঠক করেন। উঠান বৈঠকের আলোচনা সভায় সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দলের ও দেশের দায়িত্ব নিয়ে তার সুযোগ্য নেতৃত্বে দেশ আজ অর্থনৈতিক মুক্তির সংগ্রামে লিপ্ত। এ যুদ্ধে আমাদের জয়ী হওয়ার বিকল্প নেই। তাই জয় ও উন্নয়নের ধারা অভ্যাহত রাখতে সাতক্ষীরা সদর-০২ আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে মিলে মিশে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি নিরলসভাবে জনগণের পাশে থেকে সেবক হিসেবে কাজ করে ছুটে বেড়িয়েছি ১৪টি ইউনিয়ন ও পৌরসভার সকল মানুষের সুখে-দুঃখে। বিগত সময়ে এই অঞ্চলে যে কাজ হয়নি। আমি নির্বাচিত হয়ে রাস্তা-ঘাট, ব্রিজ,কালভাট, স্কুল-কলেজের ভবন, মাদ্রাসা, মসজিদ, মন্দির, ঈদগাহ ও শ^শ্নানের উন্নয়নে আর্থিক যে সহায়তা দিয়েছি স্বাধীনতা পরবর্তী সময়ে অন্য কোন সরকারের আমলে এ উন্নয়নের ছোয়া লাগেনি। আমার দৃঢ় বিশ^াস জননেত্রী শেখ হাসিনা আবারও আমাকে মনোনয়ন দেবেন এবং বিপুল ভোটে আবারো নৌকার বিজয় ছিনিয়ে আনবো। সদর উপজেলা এখন বিদ্যুতের আলোয় আজ আলোকিত। প্রায় শতভাগ বিদ্যুৎ সংযোগ সম্পন্ন করা হয়েছে। শতভাগ বিদ্যুৎ নিশ্চিতের মাধ্যমে শেখ হাসিনা সরকারের আরেকটি মাইফল উল্লেখ করে বলেন, সাতক্ষীরা সদর উপজেলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আবারো নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।’ এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান হবি, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, আওয়ামীলীগ নেতা গোপাল চন্দ্র ঘোষাল, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদিকা সুলেখা দাস, দপ্তর সম্পাদিকা তহমিনা ইসলাম প্রমুখ। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অসংখ্য পুরুষ ও মহিলারা উপস্থিত ছিলেন।