কালিগঞ্জ

কালিগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালন

By Daily Satkhira

October 14, 2017

কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা, চিত্রঅংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালনে শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার আয়োজনে ও ত্রান মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শিক্ষক, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারী. সাংবাদিক ও এনজিও প্রতিনিধিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য রালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অফিসার্স ক্লাব মিলনায়তনে “সহনীয় আবাস গড়ি, নিরাপদে বাস করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা শাহারিয়ার মাহমুদ রনজু। শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু‘র সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা এমএ নাহার, প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা প্রকাশ চন্দ্র, সোহরাব হোসেন, সহকারী প্রকৌশলী আশরাফুল হাসান, নবযাত্রা ওয়ার্ল্ড ভিশনের উপজেলা জেন্ডার অফিসার লাইলা আরজুমান খানম প্রমুখ। অনুষ্ঠানে দুর্যোগ প্রশমন দিবসের উপর পটগান পরিবেশন করেন সুশীলনের শিল্পীবৃন্দ। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চিত্রঅংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে পাইলট বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী ওয়াহিদা জামান, দ্বিতীয় স্থান অধিকার করে পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী তাসনিম জামান সাদিয়া, তৃতীয় স্থান অধিকার করে পাইলট বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী তাজিন তাজকিয়া। চিত্রঅংকন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী আননাজমুস রাকিব, দ্বিতীয় স্থান অধিকার করে মুশফিকুর রহমান, তৃতীয় স্থান অধিকার করে তাসনিম আরেফিন তন্নি। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী বাবলু রেজা, জাহাঙ্গির হোসেন।