শহরের প্রধান সড়ক পাকাপোলের দু’ধারে অবৈধ ভাবে পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে ফলের দোকান।

ফিচার

সাতক্ষীরা পাকাপোলে অবৈধ দোকানপাটে যানজট, চাঁদাবাজরা ধরা-ছোঁয়ার বাইরে

By Daily Satkhira

October 14, 2017

শেখ তহিদুর রহমান ডাবলু : সাতক্ষীরা শহরে সরকারি জায়গা ও চলাচলের রাস্তা দখল করে দোকান পাট তৈরি হওয়ায় দিন দিন সড়কগুলিতে যান জট বৃদ্ধি পাচ্ছে। যেন দেখার কেউ নেই। শহরের প্রধান সড়ক সংলগ্ন পাকাপোলের দু’ধারে অবৈধভাবে পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে ফলের দোকান। এমনিতে এই ব্রিজের উপর এবং আশপাশের রাস্তাগুলি সব সময় যানজট লেগেই থাকে। তার উপর চলাচলের ফুটপথ দখল করে চলচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে একটি মহল। এই অবৈধ দোকানগুলি একটি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে। যারা এখান থেকে নিয়মিত চাঁদা আদায় করে সেই ব্যক্তিরা দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। দোকানিদের সাথে কথা বললেও তারা মুখ খুলছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, এটা সবাই জানে যে, কারা এগুলো করতে দিচ্ছে। এটা তারাই করতে দিচ্ছে যাদের দায়িত্ব এখানকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা। এরা দরিদ্র মানুষের সম্পদ দখলে একাট্টা হয়। কিন্তু নাগরিকদের চলাচলের সড়ককে সংকীর্ণ করে যানজট সৃষ্টি করছে, মানুষের প্রতিদিনের ভোগান্তি বাড়াচ্ছে। এরা অপ্রতিরোধ্য। এদের হাতে জনগণের সম্পদ নিরাপদ নয়।” অন্যদিকে স্থানীয় একজন দোকানি বলেন, “এখানে সাতক্ষীরা পৌরসভার নিয়ন্ত্রকদের দোহাই দিয়ে এভাবে অবৈধভাবে দোকান বসিয়ে দিনের পর দিন ব্যবসা চলছে। পৌর মেয়র-কাউন্সিলরার এপথ দিয়েই সবাই যাতায়াত করেন। এগুলো কি তাদের চোখে পড়ে না?” সচেতন মহল ও পথচারীদের দাবি দ্রুত এই অবৈধ দখল উচ্ছেদ করে জনগুরুত্বপূর্ণ এই সড়কটি যানজট মুক্ত করা প্রয়োজন। তারা এজন্য জেলা প্রশাসকের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।