সাতক্ষীরা

নারী শিক্ষা ও নারীকে আত্মপ্রত্যয়ী করে গড়ে তুলতে কর্মশালা

By Daily Satkhira

October 14, 2017

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট‘র উদ্যোগে সাতক্ষীরায় ‘নারী শিক্ষা ও নারীকে আত্মপ্রত্যয়ী করে গড়ে তোলার বিষয়ে করুণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ কর্মশালায় জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট‘র পরিচালক (যুগ্ম সচিব) মো. শাহাদাত হোসেন মজুমদার। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট‘র সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মোহম্মদ আনোয়ার হোসেন সোহাগ, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান প্রমুখ। আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ বিশ^াস সুদেব কুমার, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল খালেক, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ আবু সাঈদ, তালা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার অলোক কুমার তরফদার, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আব্দুল্লাহ আল মামুন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার, বাকী বিল্লাহ, আব্দুর রহমান প্রমুখ। কর্মশালায় জেলার ৭টি উপজেলার কলেজ, স্কুল ও মাদ্রাসার প্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন করে মাঠপর্যায়ে নারী শিক্ষা ও নারীকে আত্মপ্রত্যয়ী করে গড়ে তোলার লক্ষ্যে নানামুখী কার্যক্রম অব্যাহত রেখেছে। দারিদ্রতা যেন কোনো শিক্ষার্থীর জীবনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে। আর্থিক সমস্যার কারণে গ্রামের শিশুরা ঝরে পড়ছে। বাল্যবিবাহের হারও বাড়ছে। নারী শিক্ষাই হতে পারে বাল্যবিবাহ রোধের উপায়। বাল্যবিবাহের অভিশাপ থেকে মুক্ত করে শিক্ষার প্রসারে কাজ করছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। দেশের নারী সমাজকে উন্নয়নের মূল ¯্রােতধারায় নিয়ে আসতে এবং শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টিসহ সর্বাত্মক সহায়তা প্রদানের মাধ্যমে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কাজ করছে।