জাতীয়

দেশে ফিরে প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ সুদূরপরাহত

By Daily Satkhira

October 15, 2017

বাস্তব অবস্থা বিচার করলে প্রধান বিচারপতি ফিরে এসে দায়িত্ব গ্রহণ করা সুদূরপরাহত বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, অন্য বিচারপতিরা প্রধান বিচারপতির সাথে একই সাথে একই বেঞ্চে বসতে না চাইলে বিচার বিভাগের অচলাবস্থা সৃষ্টি হবে।

শনিবার (১৪ অক্টোবর) সন্ধায় সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ‘সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী যখনই প্রধান বিচারপতি তার দায়িত্ব পালন করতে পারছেন না, তখন জ্যেষ্ঠতম বিচারপতি দায়িত্ব পালন করবেন। আবদুল ওয়াহহাব মিয়া তো সাংবিধানভাবে দায়িত্ব পালন করছেন।’ তিনি আরো বলেন, ‘সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞাকে ভারপ্রাপ্ত নিয়োগ দিয়েছেন। তিনি সুপ্রিম কোর্টের সব দায়িত্ব পালন করবেন।’

এস কে সিনহার ফিরে এসে দায়িত্ব পালন প্রসঙ্গে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, ‘ওনার আবার ফিরে এসে বসা সুদূর পরাহত।’ প্রধান বিচারপতির শারীরিক অসুস্থতা সম্পর্কিত চিঠি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে জাবাবে তিনি বলেন, এটা নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার না কারাই ভাল।