আশাশুনি

আশাশুনিতে নদী দখলে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে প্রভাবশালী মহল

By Daily Satkhira

October 15, 2017

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার বিভিন্ন এলাকায় প্রভাবশালী মহলের নদী দখলের পায়তারা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়ায় বেতনা নদীর চর দখল চলছে ক্ষমতার মহড়া। কর্তৃপক্ষ বাঁধের কাজ বন্দ করে দেওয়ার পর পুনরায় শ্রমিক নিয়ে দেদারছে কাজ করিয়ে নদী দখলের ঘটনায় এলাকাবাসীর মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

নওয়াপাড়া মৌজায় চন্ডিতলা সংলগ্ন বেতনা নদীর জোয়ারভাটা প্রবাহিত হয় এমন চর অবৈধ দখলে নিতে নওয়াপাড়া গ্রামের মৃত মনিরউদ্দিন সরদারের তিন ছেলে মুনছুর সরদার, এমদাদুল সরদার ও জিন্নাহ সরদার ২০-৩০ জন শ্রমিক নিয়ে ৭/৮ বিঘা জমিতে মাটি দিয়ে বাঁধের কাজ চালিয়ে যাচ্ছে। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম, রেজওয়ান আলি, প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব শফিউল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানাকে অবহিত করলে বুধহাটা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আঃ বারীকে নির্দেশ প্রদান করলে তিনি কাজ বন্ধ করে দেন। সরেজমিন গেলে স্থানীয়রা জানান বৃহস্পতিবার থেকে তারা নদী দখলের কাজ শুরু করে, তখন ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা আব্দুল বারীকে অবহিত করলে তিনি অফিসের লোক পাঠিয়ে কাজ বন্দের কথা বললেও কাজ বন্দ হয়নি। তখন ইউপি সদস্যরা দুইবার গ্রাম পুলিশ পাঠালে কিছু সময় কাজ বন্ধ করে আবার কাজ শুরু করেন। সাময়িক কাজ বন্ধ রেখে আবার কাজ করার মাধ্যমে বাঁধের কাজ এগিয়ে যাচ্ছে। এভাবে একসময় বাঁধ বাধার কাজ শেষ হয়ে যাবে। তখন সকল আইনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে অবৈধ দখলকারিদের দখল বহাল তবিয়তে বহাল থেকে যাবে। ভুক্তভোগি ও এলাকাবাসীর দাবী কেবল গ্রাম পুলিশ বা ভূমি অফিসের লোক পাঠিয়ে সাময়িক কাজ বন্ধ করার খেলা না করে যে টুকু বাঁধ বাধা হয়েছে তা ভেঙ্গে দেওয়ার সাথে সাথে আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনের আওতায় আনা হোক। অন্যথায় একের পর এক অবৈধ দখল কাজ বাড়তেই থাকবে। ভুক্তভোগিরা জানান, ডিসিআর পরিবার হিসাবে পরিচিত মুনছুর দিং এক স্থানের ডিসিআর দেখিয়ে ডিসিআর না পাওয়া স্থানের জমি দখল করতে চাচ্ছে। আর একাজের সাথে ভূমি অফিসের কারো যোগসাজসের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায়না। এব্যাপারে যথাযথ তদন্ত পূর্বক অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন।