তালা প্রতিনিধি : বাংলাদেশ শিক্ষক সমিতি তালা উপজেলা শাখার নির্বাচন আগামী ২৮ অক্টোবর। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা ও দোয়া কামনা করছেন ভোর থেকে রাত পর্যন্ত। নির্বাচনকে সুষ্ট ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। সর্বমোট ভোটার সংখ্যা ৬৯৫জন এবং পদের সংখ্যা ৩১টি, এর মধ্যে ৩টি পদে নির্বাচন অনুষ্টিত হবে সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করছেন প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ সরদার(জাতপুর মাধ্যমিক বিদ্যালয়), প্রধান শিক্ষক আনন্দ মোহল হলদার (দলুয়া মাধ্যমিক বিদ্যালয়), প্রধান শিক্ষক জগদিস হালদার(কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়)ও প্রধান শিক্ষক এম এম মোবারক হোসেন(এইচ এম এস মাধ্যমিক বিদ্যালয়) এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করছেন ৩ জন, বর্তমান সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক মুকুন্দ কুমার রায়(খলিলনগর মাধ্যমিক বিদ্যালয়), সহকারী শিক্ষক মোঃ সাইফুল্লাহ(ফালেয়া চাঁদকাটি অগ্রণী মাধ্যমিক বিদ্যালয়), সহকারী শিক্ষক নিশিকান্ত ব্যানার্জী (নগরঘাটা কবি নজরুল বিদ্যাপিট ),কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দিতা করছেন ৩ জন, সহকারী শিক্ষক মতিয়ার রহমান (দিদার বকত্ মাধ্যমিক বিদ্যালয়) সহকারী শিক্ষক অজয় কুমার দাশ (কে এম এস সি কলেজিয়েট ইনষ্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়) সহকারী শিক্ষক মোঃ রায়হান উদ্দিন (মাদ্ররা অগ্রনী মাধ্যমিক বিদ্যালয়)। অন্যদিকে নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে চলছে নির্বাচনী আমেজ। কোন প্রার্থিকে ভোট দিবে তা নিয়ে চলছে চুলচিরা বিশ্লেষন। ভোটার ও প্রার্থিদের মাঝে মতবিনিময়সহ আর্থিক লেনদেনের বিষয়টি নিয়েও চলছে আলোচনা ও সমালোচনা। ভোটারদের সাথে কথা বলে জানা যায়, সৎ ও নিষ্ঠাবান ব্যক্তিকে নির্বাচিত না করলে শিক্ষকদের গচ্ছিত অর্থ নেতাদের পকেটে চলে যাবে বলে এমনও আশংকা করছেন অনেকে। এ বিষয়ে তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, ভোটারা যেন সৎ যোগ্য ও নিষ্ঠাবান ব্যক্তিকে ভোট দিয়ে শিক্ষক সমিতিকে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবে এটাই প্রত্যাশা। প্রধান নির্বাচন কমিশন সাবেক সভাপতি শিক্ষক মোঃ মোস্তফা কামরুজ্জামান ও সাবেক সাধারণ সম্পাদক শিক্ষক মোঃ আবুল কাশেম বলেন, নির্বাচন সুষ্ট ভাবে সম্পন্ন করার জন্য যা করার প্রয়োজন সেটা করবো। কোন প্রকার অনিয়ম বা আচারণবিধি লঙ্ঘন করলে বিধি মোতাবেক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। যেহেতু এটি একটি পেশাজীবী সংগঠন তাই দলমত নির্বিশেষে সকলকে নিয়ে নির্বাচনকে সঠিকভাবে সম্পন্ন করব।