নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন জেলা উন্নয়ন সমন্বয় কমিটির উপদেষ্টা সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান. সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, অতিরিক্ত জেলা পুলিশ সুপার কে. এম. আরিফুল হক, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল খালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল হান্নান, তালা উপজেলা নির্বাহী অফিসার ঘোষ সনৎ কুমার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা, তালা উপজেলা নির্বাহী অফিসার ফরিদ হোসেন, জেলা শিক্ষা অফিসার এস.এম ছায়েদুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী তানভীর আহমেদ, বিআরটি’র সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক তানভীর আহমেদ চেীধুরী, সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা এ. কে. এম আবু সাঈদ, সাতক্ষীরা টিএন্ডটি’র উপ-বিভাগীয় টেলিকম প্রকৌশলী শোকর আনা, জেলা ক্রীড়া অফিসার মো. খালিদ জাহাঙ্গীর, জেলা খাদ্য কর্মকর্তা ভারপ্রাপ্ত সুজিৎ কুমার, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ প্রমুখ। সাতক্ষীরা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তির অর্থায়নে সাতক্ষীরা পৌরসভার মাধ্যমে কুকরালী এলাকার ০৩ নং পানি শোধানাগার প্লান্ট দিয়েছেন সেটি দ্রুত চাল করতে বিদ্যুৎ সংযোগ দিতে পিডিবির আরিকে ব্যবস্থা গ্রহণ করা প্রসঙ্গে, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে জনবল নিয়োগ সংক্রান্ত, ন্যাশনাল সার্ভিস কার্যক্রম বিষয়, স্বল্পমূল্যে ওমএস’র মাধ্যমে চাউল বিক্রয় করা, শহরের খড়িবিলা মোজাফ্ফার গার্ডেন সড়কের রাস্তা নির্মাণ, গুনগতমান বজায় রেখে শহরের প্রধান সড়ক সমূহ নির্মাণ ও মেরামতের প্রয়োজনীয় পদক্ষেপ সংক্রান্ত, শহর বাইপাস সড়কের কাজের অগ্রগতি বিষয়ে প্রধান প্রধান সিদ্ধান্ত সমুহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের উন্নয়ন পর্যালোচনা করে দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন। এসময় সাতক্ষীরা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।