তালা

তালায় আ.লীগ নেত্রীর উপর দুর্বৃত্তদের হামলা

By daily satkhira

October 13, 2016

তালা প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তালার গোনালী গ্রামে অনিতা সরকার (৩২) নামের এক আ.লীগ নেত্রীর উপর হামলা চালানো হয়েছে। হামলাকারীরা ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে অনিতার উপর হামলা করে। এতে সে গুরুতর আহত হয়। খলিলনগর ইউনিয়ন আ.লীগের কাউন্সিলর অনিতা সরকার গোনালী গ্রামের অনিল সরকারের স্ত্রী। অনিল সরকার জানান, একটি পুকুরকে কেন্দ্র করে প্রতিবেশী আলাউদ্দীন জোয়ার্দ্দার এর পুত্র আমিরুল ইসলাম ও আনার জোয়ার্দ্দার এবং একই গ্রামের ভোলা জোয়ার্দ্দার এর পুত্র বিল্লাল জোয়ার্দ্দারসহ আনছুর জোয়ার্দ্দার এর পুত্র জাকির জোয়ার্দ্দার গত ৮ অক্টোবর সকালে তার বাড়িতে হামলা চালায়। ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোটা নিয়ে প্রায় ঘন্টাব্যপী তান্ডব চালানোর সময় হামলাকারী দুর্বত্তরা বাড়িতে ভাংচুর ও লুটপাট করে। এসময় বাঁধা দিতে আসলে হামলাকারী দুর্বৃত্তরা অনিতা সরকারের উপর বর্বর হামলায় চালায়। এতে অনিতা গুরুতর রক্তাক্ত ও ফোলা জখম হয়। পরে লোকজন অনিতাকে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করে। এঘটনায় অনিতার স্বামী বাদী হয়ে হামলাকারী দূর্বৃত্তদের নামে তালা থানায় একটি মামলা (মামলা নং : ০৬, তাং : ১০.০৮.১৬) দায়ের করেছে। এদিকে তান্ডবের ঘটনায় থানায় মামলা দায়ের করার পর থেকে দূর্বৃত্তরা প্রতিনিয়ত আ.লীগ নেত্রী অনিতা সরকার ও তার স্বামীকে হুমকি প্রদান করছে বলে অনিল সরকার অভিযোগ করেছে। এতে করে নিরাপত্তহীনতায় ভূগছে দরিদ্র ও নিরিহ পরিবারটি। এব্যপারে অনিতা সরকার উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।