নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা পুনর্গঠন ও আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহাঃ আলতাফ হোসেনের সংবর্ধনা উপলক্ষে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে কদমতলা আহলেহাদীছ জামে মসজিদে আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ সদর উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল খালেক এর সভাপতিত্বে কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কখনও সন্ত্রাস ও জঙ্গিবাদ সমর্থন করেনা। ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে যারা বিভ্রান্ত করে তাদের বিরুদ্ধে আপনাদের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশে^র সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।’ আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহাঃ আলতাফ হোসেন তার বক্তব্যে বলেন, আমরা আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ জেলার সকল সদস্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আছি। জননেত্রী শেখ হাসিনার সকল কর্মকা-ে আমরা সম্পৃক্ত থাকবো। শেখ হাসিনার উন্নয়ন ও সাফল্যে সদরে যে উন্নয়ন হয়েছে তা অকল্পনীয় তাই আবারো মীর মোস্তাক আহমেদ রবিকে সদরের এমপি হিসেবে চাই।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এড. স.ম গোলাম মোস্তফা, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহাঃ আলতাফ হোসেন ও আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা মো. সফিকুল ইসলাম প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি মাওলানা ফজলুর রহমান, অর্থ সম্পাদক কেরামত আলী, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ আজিজুর রহমান, সৈয়দ নাজমুল হক বকুল। মো. আব্দুল খালেক সভাপতি ও আব্দুর রউফ আনছারীকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ সদর উপজেলা কমিটি ঘোষণা করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মান্নান।