ফিচার

সাতক্ষীরার মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস সেবার উদ্বোধন

By Daily Satkhira

October 15, 2017

নিজস্ব প্রতিবেদক : কিডনি বিকল হলে রক্ত থেকে বিষাক্ত পদার্থ বের করার একমাত্র উপায় হলো ডায়ালাইসিস। বর্তমানে বাংলাদেশে এই চিকিৎসা বেশ ব্যয়বহুল। এ ক্ষেত্রে ব্যতিক্রম উদাহরণ তৈরি হচ্চে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে। কম খরচে সর্বোচ্চ চিকিৎসাসেবা দিতে রোববার ডায়ালাইসিস সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ডায়ালাইসিসের উদ্বোধন করেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. কাজী হাবিবুর রহমান। সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রকল্প পরিচালক ডা. মুহম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এস জেড আতীক, ডা. ফয়সাল আহমেদ, ডা. খান গোলাম মোস্তফা প্রমুখ। বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতাল এখন সাধারণ মানুষের সেবার প্রতিষ্ঠান হিসেবে রুপ নিয়েছে। সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে রোগীদের জন্য মাত্র ১ হাজার থেকে দেড় হাজার টাকায় ডায়ালাইসিস করা হবে। এসময় আরো উপস্থিত ছিলেন ডা. কাজী আব্দুর রহমান, সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, সিনিয়র স্টাফ নার্স আঞ্জুমান আরাসহ সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মকর্তাবৃন্দ।