সাতক্ষীরা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শকসহ ২জনের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টায় মামলা

By daily satkhira

October 13, 2016

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জি এম নাসিরুজ্জামানসহ দুই জনের বিরুদ্ধে ধর্ষনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। শ্যামনগর উপজেলার সুবর্ণগাছি গ্রামের রুস্তম মোড়লের স্ত্রী আনোয়ারা খাতুন বাদী হয়ে বৃহস্পতিবার সাতক্ষীরা নারি ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনাল আদালতে এমামলা দায়ের করেন। বিজ্ঞ বিচারক অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য ওসি শ্যামনগর থানাকে নির্দেশ দিয়েছেন। মামলা সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জি এম নাসিরুজ্জামানসহ দুই জন বাদীনির বোন জামাই উপজেলার বাধঘাটা গ্রামের দিপুর বাড়িতে মাদকের বিরুদ্ধে অভিযানে যেয়ে বাদীনিকে সুযোগ বুঝে ধর্ষনের চেষ্টা করে ব্যর্থ হয়। বাদিনী এসময় উক্ত বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। স্থানীয় লোকজন এসময় নাসিরুজ্জামানসহ দুই জনকে আটকে রাখে। পরে তারা কৌশলে পালিয়ে যায়। ধর্ষনের চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলার বিষয়ে জানতে চাইলে পরিদর্শক জি এম নাসিরুজ্জামান তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।