কলারোয়া

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষার মনোন্নয়নে মত বিনিময় সভা অনুষ্ঠিত

By Daily Satkhira

October 16, 2017

কলারোয়া ডেস্ক : সাতক্ষীরার কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় এসিটি কার্যক্রম আরো গতিশীল করতে এবং মাধ্যমিক শিক্ষার মনোন্নয়নে এসিটিগনের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে উপজেলা অডিটোরিয়ামে সেকায়েফ প্রকল্পে আওতায় উপজেলা নিবার্হী কর্মকর্তা মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এড মোস্তফা লুৎফুল্লাহ এমপি। এসময় তিনি বলেন, গরীব দুঃখী পিতা-মাতার কষ্টের টাকায় আমি পড়াশুনা করেছি। আমি শিক্ষক পরিবারে সন্তান হয়ে আপনাদের মাধ্যমে শিক্ষার আলো ছড়িয়ে দিতে চাই। আপনারা যে আবেদন প্রধানমন্ত্রীর কাছে করবেন সেটা যেন স্বচ্ছ হয়। তাহলে শেখ হাসিনা সেটা আমলে নেবেন। আপনাদের জন্য আমি সহযোগিতা হাত বাড়িয়ে দেব। বর্তমান সরকার ছাত্র/ছাত্রীদের মেধা বিকাশের প্রতি গুরুত্ব দিয়েছেন। আপনারা শিক্ষক তারা নিজ প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের মাঝে আইসিটি সেবা দান করবেন। তিনি আরও বলেন, মায়ানমার থেকে আসা নির্যাতিত রোহিঙ্গাদের প্রধানমন্ত্রী জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশে আশ্রয় দেছেন। তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। সেই জন্য পৃথীবীর মুকুটহীন নেত্রী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মাথা বিশ্বের দরবারে উঁচু রেখেছেন। তাই শিক্ষকরা ছাত্র/ছাত্রীদের প্রতি লক্ষ্য রাখতে হবে যাতে করে কোন শিক্ষককে মিথ্যা অভিযোগে জড়িত না হয় এবং আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নয়নের রোল মডেল ও ধনী দেশ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব আরাফাত হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা ছায়েদুর রহমান, সহকারী জেলা শিক্ষা অফিসার অলোক কুমার তরফদার, নব গঠিত কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দিপক শেঠ, দপ্তর সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার তাপস কুমার দাস, প্রধান শিক্ষক আক্তারুজ্জামান, লূৎফর রহমান, শামসুল হক, রুহুল আমিনসহ মোট ৩১টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন প্রমুখ।