ফিচার

যারা সরকারের ভাবমূর্তি নষ্ট করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে- এমপি রবি

By Daily Satkhira

October 16, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি বলেছেন, সাতক্ষীরাবাসীর বড় পাওয়া সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে জনবল নিয়োগ, অব্যবস্থাপনা দূর করে এবং প্রয়োজনীয় সকল ইকুপমেন্ট দিয়ে দ্রুত পুর্ণাঙ্গরুপে এই হাসপাতাল চালু করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। যারা এই উন্নয়ন ও সাফল্যে বাঁধা সৃষ্টি করবে এবং সরকারের ভাবমুর্তি নষ্ট করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাতক্ষীরাবাসী যেন ভাল স্বাস্থ্য সেবা পায় সেজন্য তার পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবেন। সাংসদ মীর মোস্তাক আহমেদ রবি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন বলে প্রকল্প পরিচালক ডা. মুহাম্মদ দেলোয়ার হোসেনকে অবগত করেন। এসময় তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত থাকবেন বলেও জানান। কিন্তু তিনি মেডিকেল কলেজ হাসপাতালে ছিলেন না। এমপি মীর মোস্তাক আহমেদ রবি পৌছালে হাসপাতালে আগত বহিরাগত রোগী এবং হাসপাতালে ভর্তি অনেক রোগী সেখানে ভিড় জমায়। হাসপাতালের সেবার মান ও অব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। শিশু বিশেষজ্ঞ ডাক্তারের প্রতি অভিযোগ করে বলেন, দিন ও রাতের বেশিরভাগ সময় ডাক্তার থাকে না এবং সেবার নামে সাধারণ মানুষকে হয়রানী করছে বলে অভিযোগ করেন রোগীরা। এসময় সাংসদ রবি মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন সমস্যা ও অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেন। তিনি সোমবার সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে এসব কথা বলেন। পরে সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সার্কিট হাউজ পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটার রাস্তা ১৬ কোটি ব্যয়ে নির্মাণ কাজ পরিদর্শন করেন। এসময় সাংসদ রবি রাস্তার নির্মাণ কাজ দ্রুত সম্পন্নের জন্য সড়ক ও জনপদ অফিসে যান। সড়ক ও জনপদের প্রধান নির্বাহী কর্মকর্তাকে না পেয়ে ফোনে যোগাযোগ করে দ্রুত সড়কের নির্মাণ কাজ সম্পন্নের নির্দেশ দেন এবং রাস্তার বেহাল দশা সরকারের উন্নয়নকে ম্লান করে দিচ্ছে বলে জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ নুরুল হক, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপালের ডা. কাজী আরিফ আহমেদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম প্রমুখ। এসময় দলীয় নেতা কর্মী ও সাতক্ষীরা মেডিকেল কলেজের ডাক্তাররা উপস্থিত ছিলেন।