আশাশুনি

কাদাকাটিতে শারদীয়া দুর্গোৎসবের সমাপনী আড়ং মেলা

By daily satkhira

October 13, 2016

বুধহাটা প্রতিনিধি :আশাশুনি উপজেলার টেংরাখালী আদর্শ শিক্ষা নিকেতন স্কুল মাঠে শারদীয়া দুর্গোৎসবের সমাপনী উপলক্ষে বিশাল আড়ং মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর অংশ গ্রহণে আড়ং মেলা অনুষ্ঠিত হয়। মেলা পরিচালনা কমিটির সভাপতি শংকর বিশ্বাসের সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি হিসাবে মোবাইলে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আলতাফ হোসেন। সাংবাদিক অসীম চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম, অফিসার ইনচার্জ গোলাম রহমান ও ইউপি চেয়ারম্যান দীপংকর কুমার সরকার। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক দেব প্রসাদ পাল, ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম, আলীগ নেতা এনএমবি রাশেদ সরোয়ার শেলী প্রমুখ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। মেলায় তেতুলিয়া ঠাকুরবাড়ী, মিত্র তেতুলিয়া, তেতুলিয়া ঝিকরা, ঝিকরা তেতুলিয়া উত্তরপাড়া, তালবাড়িয়া, ঝিকরা, টেংরাখালী দঃপাড়া, টেংরাখালী উঃপাড়া, তালবাড়িয়া মন্ডলবাড়ী শারদীয়া দুর্গাপূজার প্রতিমা আনা হয়। বাদ্যযন্ত্রের ঝংকার, হরেক প্রকার আঁতশবাজির বিচ্ছুরনের মধ্যে অতিথিবর্গ প্রতিমা দর্শন করেন এবং সবশেষে প্রতিমা বিসর্জনের মাধ্যমে দুর্গাপুজার সমাপ্তি ঘটে।