SAMSUNG CAMERA PICTURES

কালিগঞ্জ

কালিগঞ্জে বিশুদ্ধ খাবার পানি প্রকল্পের উদ্বোধন

By Daily Satkhira

October 17, 2017

কালিগঞ্জ ব্যুরো : বিশুদ্ধ পানি, উন্নত জীবন এই শ্লোগানকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলার মৌতলা বাজার সংলগ্ম মোড়ল পাড়ার গ্রামবাসিদের নিরাপদ পানির প্লান্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় মৌতলা ইউনিয়ন পরিষদের আয়োজনে, ঢাকা আহছানিয়া মিশনের সহযোগিতায় উক্ত পানি প্লান্ট উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী আশরাফুল হাসান। এসময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য হাফিজ উদ্দীন বাবু, রবিউল ইসলাম, মশিউর রহমান পলাশ, রাজিয়া পারভীন, হামিদা খাতুন, ঢাকা আহছানিয়া মিশনের ইউএফ গুলশান আরা সহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। ঢাকা আহছানিয়া মিশনের ওয়াশ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আক্তার হোসেন বলেন ¯্রষ্টার ইবাদত, সৃষ্টির সেবা, এই মুলমন্ত্রকে গুরুত্ব দিয়ে আহছানিয়া মিশন নিরাপদ পানির প্লান্ট স্থাপন করে একটি যুগান্তকারী কাজ করছে। এই পানির প্লান্ট থেকে প্রতি ঘন্টায় ১ হাজার লিটার পানি উৎপাদন করা সম্ভব হবে। এই এলাকার মানুষ বিশুদ্ধ খাবার পানি পান করে রোগ জীবানু থেকে মুক্ত থাকবে।