প্রেস বিজ্ঞপ্তি : নের্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনা এর ইংরেজি বিভাগারে আয়োজনে শুদ্ধ ইংরেজি উচ্চারণের উপরে আজ ১৬ই অক্টোবর বিশ্ববিদ্যালয়ের অডিটেডিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে সদন বিতরন করেন, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর এ.বি.এম রাশিদুজ্জামান সে সময় তিনি বলেন, উচ্চ শিক্ষা এবং দৈনন্দিন যোগাযোগের জন্য দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে শুদ্ধ ভাবে ইংরেজি বলার বিকল্প নাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আব্দুর রউফ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান জনাব এস.এম. মনিরুল ইসলাম, সিনিয়র সহকারি পরিচালক ড. মো: আলাউদ্দীন। দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ইংরেজি ধ্বনি বিজ্ঞানের উপর সহজ কৌশল আলোচনা করেন মো: মোজ্জাফ্ফার হোসেন, বিভাগীয় প্রধান ইংরেজি বিভাগ এনইউবিটি খুলনা। এছাড়া ইংরেজি বিভাগের শিক্ষকবৃন্দ ইংরেজি ধ্বনি বিজ্ঞানের আরো কিছু কৌশল শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন। ওয়ার্কশপটিতে বিভিন্ন বিভাগের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।