কালিগঞ্জ

কালিগঞ্জে শালিসে ছাগল চোরের ১০ হাজার টাকা জরিমানা!

By Daily Satkhira

October 17, 2017

কালিগঞ্জ প্রতিনিধি : ছাগল চুরি করার পর শালিসি বৈঠকে জরিনা খাতুন নামের এক চোর ১০ হাজার টাকা জরিমানা ও মুচলেখা দিয়ে রেহাই পেয়েছে। জরিনা খাতুন কালিগঞ্জ উপজেলাধীন কাজলা গ্রামের মৃত নুরমোহাম্মাদ সরদারের স্ত্রী। গত শনিবার সকাল ১০ টায় নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের নিজস্ব কার্যালয়ে এক শালিসি বৈঠকে এই স্বিদ্ধান্ত হয়। ঘটনার বিবরণে জানা যায়, কাজলা গ্রামের মৃত আহদুল্যা বিশ্বাসের পুত্র আব্দুস সাত্তার বিশ্বাসের ১মাস আগে ৩টি ছাগল চুরি হয়। অনেক খোঁজাখুজির পর দেবহাটার আস্কারপুর গ্রামের মৃত গহর আলী গাজীর পুত্র পিয়ার আলী গাজীর বাড়িতে যেয়ে তার ছাগল ৩টি পায়। এসময় পিয়ার আলীর কাছে জানতে চাইলে জরিনা খাতুনের কাছ থেকে কিনেছেন বলে জানান। বিষয়টি জানতে পেরে জরিনা খাতুন গা-ঢাকা দেয়। এরপর ছাগলের মালিক আব্দুস সাত্তার বিশ্বাস নলতা ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দায়ের করলে গত শনিবার সকাল ১০ টায় নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের নিজস্ব কার্যালয়ে চেয়ারম্যান,সাবেক ইউপি সদস্য আব্দুল গফুরসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক শালিসি বৈঠক বসে। উক্ত শালিসি বৈঠকে জরিনা খাতুনকে ১০ হাজার টাকা জরিমান ও মুচলেখা দেওয়ার স্বিদ্ধান্ত হয়। এদিকে জরিনা খাতুন শালিসি বৈঠকে হাজির না থাকায় তার পুত্র কবির হোসেন এই স্বিদ্ধান্ত মেনে নেন।