আশাশুনি ব্যুরো : আশাশুনিতে দীর্ঘ দিনের ডিসিআর কৃত ভোগদখলীয় সম্পত্তি গায়ের জোরে জোর পূর্বক দখলের পায়তারার প্রতিবাদে আশাশুনিতে ভুক্তভোগীদের পক্ষে মুনছুর আলীর সংবাদ সম্মেলন। সোমবার সকাল ১০টায় উপজেলার নওয়াপাড়া গ্রামে মৃত মনিরউদ্দীন সরদারের পুত্র মোঃ মুনছুর আলীর বাড়ীতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ভুক্তভোগীদের পক্ষে মুনছুর আলী জানান, বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া মৌজার ১নং খাস খতিয়ানের ৮৮৯/১০২৫ দাগের খাস সম্পত্তি একসনা ডিসিআর ও পানি উন্নয়ন বোর্ড থেকে বিগত ২০১০সাল থেকে চলতি ২০১৭ সাল পর্যন্ত পর্যায়ক্রমে ১একর ৪৫ ও ১একর ৮৫শতক জমি বাংলাদেশ সরকারকে রাজস্ব দিয়ে লোনা পানিতে মৎস্য চাষ ও বৃক্ষ রোপন করে আসছেন। যা তিনি দীর্ঘ দিন শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছে। সম্প্রতি বিএনপি ও জামায়েত সমর্থীত একই এলাকার শহিদুল ইসলাম (৪৮), পুত্র হাবিবুল্লাহ (২৪) ও রাশেদুল সরদার সহ কতিপয় ব্যাক্তিবর্গ আমাদেরকে (মুনছুর গং) জোর পূর্বক উক্ত সম্পত্তি থেকে উচ্ছেদ চেষ্টার পায়তারা করে আসছে। বিষয়টি নিয়ে সাতক্ষীরা বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলাও হয়েছে। যে মামলার তদন্তভার আশাশুনি থানা ঘুরে বুধহাটা ইউপি চেয়ারম্যানের উপর বর্তায়। ইউপি চেয়ারম্যান ইঞ্জি. আ ব ম মোছাদ্দেক দু’পক্ষকে নিয়ে একাধিকবার বসাবসির এক পর্যায়ে শহিদুল গংদের উক্ত ডিসিআর কৃত সম্পত্তির কোন কাগজ পত্র না থাকায় আমাদের পক্ষে রায় দেন বিচারকবৃন্দ। এর আগে থানায় বসাবসির রায়ও আমাদের পক্ষে হয়। উক্ত রায় আামাদের পক্ষে হওয়ায় শহিদুল গংরা বিভিন্ন সময় আমাদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। চাদা দিতে অস্বীকার করায় তারা আমাদের মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে ক্ষতি সাধন করার হুমকি প্রদান করে। শুধু এখানেই শেষ নয়, তারা আমাদের কোন দিক দিয়ে ক্ষতি সাধন করতে না পেরে স্থানীয় সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করে। এমতাবস্থায় ভুক্তভোগীদের পক্ষে অসহায় মুনছুর আলী সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিরাসনে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।