খেলা

জার্মানি শীর্ষেই, ব্রাজিলের চেয়ে পিছিয়ে আর্জেন্টিনা

By Daily Satkhira

October 17, 2017

রাশিয়া বিশ্বকাপ-২০১৮ এর বাছাইপর্বের ডামাডোল শেষের পর নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। যাতে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি সর্ব উপরের স্থানটি ধরে রেখেছে। দুইয়ে আছে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করা নেইমারের ব্রাজিল। আর চারে মেসির আর্জেন্টিনা।

ফুটবলের অভিভাবক সংস্থাটির প্রকাশিত সোমবারের র‌্যাঙ্কিংয়ে প্রথম ছয় স্থানে রদবদল আসেনি। জার্মানির পর যথারীতি ব্রাজিল, তিনে আগের মতই পর্তুগাল। বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে সুইজারল্যান্ডকে হারিয়ে সরাসরি রাশিয়ার টিকিট কেটেছে রোনালদোর দেশ। র‌্যাঙ্কিংয়েও থাকল সেই সাফল্যের ছোঁয়া।

এরপরই মেসির আর্জেন্টিনা। সাউথ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে নিজেদের বাঁচা-মরার শেষ ম্যাচের চ্যালেঞ্জে মেসির হ্যাটট্রিকে ইকুয়েডরকে হারিয়ে বিশ্বকাপ যাত্রা নিশ্চিত করে টেবিলের চারে আলবিসেলেস্তারা।

র‌্যাঙ্কিংয়ের পাঁচে আছে বেলজিয়াম ও ছয়ে পোল্যান্ড। সেখানে এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে ফ্রান্স, আর তিন ধাপ লাফিয়ে আটে এসেছে স্পেন। শেষ ম্যাচে ব্রাজিলের কাছে হেরে রাশিয়া বিশ্বকাপের টিকিট কাটতে ব্যর্থ চিলি থাকছে টেবিলের নয়ে। লাতিন অঞ্চলের আরেক দল পেরু আছে দশে।

ফুটবলের কলিকাল কাটাতে থাকা বাংলাদেশ সেখানে আছে ১৯৬তম স্থানে।