দেবহাটা

দেবহাটার পারুলিয়ায় বহুমুখী ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের উদ্বোধন

By daily satkhira

October 13, 2016

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় প্রধানমন্ত্রী কর্তৃক ডিজিটাল পদ্ধতিতে পারুলিয়া ইউনিয়নের চালতেতলা আমিনীয়া দাখিল মাদ্রাসার সামনে নির্মিত বহুমুখী ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের আয়োজনে এবং পারুলিয়া ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের উদ্বোধন কালে মাননীয় প্রধানমন্ত্রীর নামের ফলক উন্মোচন করা হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাহউদ্দীন সরাফী, পিআইও অফিসের উপ-সহকারী প্রোকৌশলী ওয়ালী উল্যাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দীন বিশ্বাস আবারা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মনিরুজ্জামান কেল্টু, ইউপি সদস্য ইয়ামিন মোড়ল, মোকাররম শেখ, সহিদুল্লাহ গাজী, সাহেব আলী ভোমর, হামিদা খাতুন, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোন্তাজুল ইসলাম মোন্তা, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গফ্ফার মল্লিক, স্বেচ্ছাসেবকলীগের আব্দুল কাদের, বেল্লাল হোসেন রাজা, আলহাজ্ব নুর ইসলাাম, আলহাজ্ব হযরত আলী, ফজলু, আবু মুছা, শহীদ সহ স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিরা।