ভারতের নয়াদিল্লিতে অবস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় সময় সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাইসিনা হিলসের সাউথ ব্লকের তৃতীয় তলার ২৪২ নম্বর কক্ষে আগুন জ্বলতে দেখা যায়।
ওই সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রটেকশন গ্রুপ সঙ্গে সঙ্গে খবর দেয় ফায়ার সার্ভিসকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ২০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা গুরমুখ সিং জানান, কার্যালয়ে থাকা কম্পিউটারের ইউপিএস বিকল হয়েই আগুন লাগে। এতে সারা কক্ষ কালো ধোঁয়ায় ঢেকে যায়। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে।
ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওই কক্ষ একজন বিভাগীয় অফিসার ব্যবহার করতেন বলে জানা গেছে।