শ্যামনগর ব্যুরো: “দুর্যোগ ঝুঁকি কমাতে হলে, কৌশল সমূহ বলতে হবে” এ প্রতিপাদ্যের আলোকে শ্যামনগরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০১৬ পালিত হয়েছে। গতকাল ১৩ অক্টোবর সকাল ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মুনজুর আলমের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি শ্যামনগরের প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মুনজুর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় সকল সরকারি কর্মকর্তা, জেজেএস,এনজিএফ সহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা, ফায়ার সার্ভিস, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজ সহ সংশ্লিষ্ট সকলেই অংশ গ্রহণ করেন। শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা অংশ গ্রহণে দূর্যোগের উপরে বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।