কালিগঞ্জ

কালিগঞ্জে ফুটবল টুর্নামেন্টে ঈশ্বরীপুর চ্যাম্পিয়ন

By Daily Satkhira

October 18, 2017

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপজেলার কুশুলিয়া বিদ্যালয় ফুটবল মাঠে মঙ্গলবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়েছে। কুশুলিয়া কচমচ ক্লাবের আয়োজনে দেশ বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে ঈশ্বরীপুর মুসলিম স্পেটিং ক্লাব ও পিডিকে মিতালী সংঘ ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। আক্রমন পাল্টা আক্রমন ও টান-টান উত্তেজনাপূর্ন খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হয়। টাইব্রেকারে ঈশ্বরীপুর মুসলিম স্পটিং ক্লাব ৩-১ গোলে পিডিকে মিতালী সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। রেফারি হিসেবে খেলাটি পরিচালনা করেন (ফিফা রেফারী) শেখ ইকবাল আলম বাবলু, সহকারী ছিলেন সুকুমার দাশ বাচ্চু, ওয়াসিউদ্দীন খান পিপুল ও সৈয়দ মোমিনুর রহমান। খেলার শুরুতে কুশলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী কাহফিল অরা-সজলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (প্রবি) শামীম হোসেন, কুশলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, বিষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুণ, নির্বাহী সদস্য শেখ আবু হাবিব, সদস্য শেখ আব্দুল করিম মামুন হাসান প্রমুখ। খেলায় দূর দুরান্ত থেকে আগত দর্শক সমাগমে কুশুলিয়া স্কুল মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে।