সাতক্ষীরা

সাতক্ষীরায় আবর্তন’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

By Daily Satkhira

October 18, 2017

নিজস্ব প্রতিনিধি : আবর্তন মাদকাসক্ত নিরাময় ও পরামর্শ কেন্দ্রের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে শহরের এল্লাচর কাঁঠালতলা এলাকায় আবর্তন মাদকাসক্ত নিরাময় ও পরামর্শ কেন্দ্রে আবর্তন মাদকাসক্ত নিরাময় ও পরামর্শ কেন্দ্রের পরিচালক পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, মাদকাসক্তরা মানুষিক রোগী নয়। তারা অসুস্থ্য। তাদেরকে পারিবারিকভাবে যতœ নিতে হবে এবং সঠিকভাবে সেবা ও পরামর্শ প্রদান করতে হবে। তাহলে এই মাদকসেবীরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। সামাজিক দায়িত্ববোধ থেকে আবর্তন মাদকাসক্ত নিরাময় ও পরামর্শ কেন্দ্রের পরিচালকসহ কর্মকর্তারা এ কাজটি করছেন এজন্য সকলকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, ফারহা দিবা খান সাথি, অনিমা রানী মন্ডল, শফিকুল আলম বাবু, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশি, সিরাজ উদ্দিন খান প্রমুখ। মতবিনিময় সভা শেষে অতিথিবৃন্দ মধ্যর্ণভোজে মিলিত হন। এসময় উপস্থিত ছিলেন আবর্তন মাদকাসক্ত নিরাময় ও পরামর্শ কেন্দ্রের প্রিন্স, গিয়াস, মনোয়ার হোসেন অনু, মনি, জামান, নিত্যসহ আবর্তন মাদকাসক্ত নিরাময় ও পরামর্শ কেন্দ্রের সদস্যরা।