দেবহাটা

দেবহাটায় পোকা-মাকড় মনিটরিং-এ আলোর ফাঁদ

By Daily Satkhira

October 18, 2017

দেবহাটা ব্যুরো: দবহাটায় পোকা-মাকড় মনিটারিং-এ আলোর ফাঁদ স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সন্ধায় সখিপুর ইউনিয়নের মাঘরী ব্লকে চলতি রোপা আমন মৌসুমে ধানের ক্ষেতে পোকা মাকড়ের উপস্থিতি নির্নয়ের জন্য আলোর ফাঁদ স্থাপন করা হয়। এসময় আলোর ফাঁদের পোকা মাকড়ের উপস্থিতি সম্পর্কে জানার জন্য উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরা এর উপ-পরিচালক কাজী আব্দুল মান্নান, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য)আজগার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দীন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহাজাহান আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইব্রাহিম খলিল, জিএম আল মামুন, ইউপি সদস্য মোনাজাত আলী, ৯নং ওয়ার্র্ড আওয়ামীলীগের সভাপতি হারুন অর রশিদ, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরশাদ আলী সহ শতাধিক কৃষক। আলোর ফাঁদ পরিদর্শন শেষে উপ-পরিচালক কৃষকদের উদ্দেশ্যে বলেন, ধানের জন্য ক্ষতিকারক পোকার উপস্থিতি পরিলক্ষিত হয়নি। তাই ধান পরিপক্ক হওয়া মাত্রই কর্তন করে আগামী রবি মৗসুমে বারি সরিষা-১৪ জাতের তৈল ফসল আবাদ করে দেশীয় ভোজ্য তেলের চাহিদা মিটিয়ে জাতে আমরা বিদেশে রপ্তানি করতে পারি সে ব্যাপারে সকলে এগিয়ে আসতে হবে। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, ফসলের ক্ষতিকর পোকা দমনে বিষাক্ত কীটনাশক ব্যবহার হয়। যা বেশ ব্যয়বহুল এবং পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর বিকল্প হিসেবে আলোর ফাঁদ বেশ কার্যকর। এর মাধ্যমে ক্ষেতের জন্য উপকারী পোকাও শনাক্ত করা সম্ভব হয়। পরিবেশ বান্ধব এ পদ্ধতি দেশের বিভিন্ন স্থানের কৃষকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে। আপনাদের কৃষি বিষয়ক যে কোন ধরনের পরামর্শের জন্য ইউনিয়ন কৃষি পরামর্শ কেন্দ্র অথবা উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো