ফিচার

শেখ রাসেল এর জন্মদিনে সাতক্ষীরায় রাসেল শিশু কিশোর পরিষদের বর্ণাঢ্য আয়োজন

By Daily Satkhira

October 18, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শিশু কিশোর সমাবেশ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে সদর উপজেলা মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. রাশেদুজ্জামান রাশির সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন। এসময় তিনি বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর এই শিশুপুত্র শেখ রাসেল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নরপিশাচরা শিশু রাসেলকেও নিষ্ঠুরভাবে হত্যা করে। মৃত্যুকালে শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা তাকে হত্যা করে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। শহিদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধিবোধ সম্পন্ন মানুষদের কাছে ভালবাসার নাম। অবহেলিত, পশ্চাদপদ, অধিকার বঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার প্রতীক হয়ে গ্রাম-গঞ্জ-শহর তথা বাংলাদেশের প্রত্যান্ত জনপদ-লোকালয়ে শেখ রাসেল আজ এক মানবিক সত্ত্বায় পরিণত হয়েছে। দেশবাসীর আজ একটাই দাবি, বঙ্গবন্ধু ও শিশু রাসেল হত্যাকারীদের যেসব ঘাতক এখনো বিদেশের মাটিতে পালিয়ে আছে তাদের দেশে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সদর উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মনিরুল হোসেন মাসুম, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, আশরাফুল কবির খোকন, শ্যামনগর উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি রহমত আলী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, তালা উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি মীর জাকির হোসেন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, পৌর আওয়ামীলীগের সদস্য সবুর খান, কামরুল ইসলাম, আব্দুল মজিদ, হারুন অর রশিদ, মো. নুরুল হক, ইয়াছিন আলী ও রনি প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শিক্ষক আক্তারুজ্জামান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।