আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের কর্মকর্তাদের ধারণা তারা পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক মুক্তা উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তাদের দাবি করা মুক্তাটির ওজর ৩৪ কেজি। ১০ বছর আগে একজন জেলে এই মুক্তাটি খুঁজে পান এবং এর প্রকৃত মূল্য বুঝতে না পারার কারণে সৌভাগ্যের চিহ্ন হিসেবে এটি সংরক্ষণ করছিলেন। ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কর্মকর্তা আইলিন আমুরাও বলেন, সে যখন আমাদের কাছে এটি নিয়ে এসেছিল আমরা মুগ্ধ হয়েছিলাম। কর্মকর্তারা এটি যে বিশ্বের সবচেয়ে বড় মুক্তা সেই বিষয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে নিশ্চয়তা পাওয়ার অপেক্ষায় আছেন। মুক্তাটি প্রায় দুই ফুট লম্বা। যদি বিশেষজ্ঞরা খবরটি নিশ্চিত করেন তাহলে অনায়াসেই এটি সবচেয়ে বড় মুক্তার খেতাব ছিনিয়ে নেবে। বর্তমানে সবচেয়ে বড় মুক্তাটির নাম লাও জু যার ওজন ৬.৪ কেজি। বিবিসি।