কলারোয়া

মাদক নির্মূলে বিজিবি বদ্ধ পরিকর -কলারোয়ায় ব্রিগেডিয়ার জেনারেল তৌফিকুল

By Daily Satkhira

October 18, 2017

কলারোয়া ডেস্ক : কলারোয়ার কেঁড়াগাছিতে মাদক ও চোরাচালান প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার কেঁড়াগাছি রথখোলা ফুটবল মাঠে ওই সভার আয়োজন করে সাতক্ষীরা, ৩৮ বিজিবি ব্যাটালিয়ন। স্থানীয় সাধারণ জনগণের সাথে সরাসরি মতবিনিময়ের লক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম পিএসসি। তিনি বলেন- ‘সীমান্তে চোরাচালান অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। যেকোন মূল্যে মাদক নির্মুলে বিজিবি বদ্ধ পরিকর।’ সীমান্ত রক্ষায় বিজিবি কড়া নজরদারির পাশাপাশি স্থানীয় জনসাধারণকেও সচেতন থাকার আহবান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ওয়াহিদুর রহমান পিএসপি, সাতক্ষীরা, ৩৮ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল আরমান হোসেন পিএসসি, সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, কলারোয়ার সীমান্তবর্তী ৩টি ইউনিয়নের চেয়ারম্যান কেঁড়াগাছির আফজাল হোসেন হাবিল, সোনাবাড়িয়ার এসএম মনিরুল ইসলাম, চন্দনপুরের মনিরুল ইসলাম মনি, কেঁড়াগাছি ব্রক্ষ্ম হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রম-মন্দিরের সভাপতি অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা, ৩৮ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আমিনুর রহমান।