নিজস্ব প্রতিবেদক : এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ১১ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের নাম আফজাল হোসেন (৩০)। সে সাতক্ষীরা সদর উপজেলার বারপোতা গ্রামের আজগার আলীর ছেলে। শিবপুর ইউনিয়নের একটি গ্রামের এক প্রবাসীর স্ত্রী জানান, স্বামী বিদেশে থাকায় একই এলাকার আফজাল হোসেন ও খোকন তাকে রাস্তা ঘাটে কুপ্রস্তাব দিতো। মঙ্গলবার রাত ১১টার দিকে তিনি বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এমন সময় বাইরে চোর চোর বলে চিৎকার করার একপর্যায়ে তিনি দরজা খুললে আফজাল ও খোকন তার মুখ চেপে ধরে পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি তিনি তাৎক্ষণিক স্বজন ও প্রতিবেশীদের জানান। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহম্মেদ জানান, এ ঘটনায় ধর্ষিতা বাদি হয়ে আফজালসহ দু’জনের নাম উল্লেখ করে বুধবার থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ আফজাল হোসেনকে গ্রেফতার করেছে। ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।