আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের রিয়েল স্টেট ব্যবসায় ধস

By Daily Satkhira

October 19, 2017

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিয়েল এস্টেট ব্যবসায় গত এক বছরে প্রায় ৫০ হাজার কোটি টাকা লোকসান হয়েছে। এর মধ্যে, শুধু ম্যানহাটনেই ৩০ হাজার কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে। খবর আনাদলু এজেন্সির।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাময়িকী ফোর্বসের জরিপে দেশটির ৪০০ শীর্ষ ধনীর মধ্যে ৯২তম ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার সম্পদের পরিমাণ ছিল ৩ দশমিক ১ বিলিয়ন। গত ১ বছরে লোকসানের মুখে পড়ে তার সম্পদের পরিমাণ কমেছে প্রায় ৫০ হাজার কোটি টাকা। বুধবার ফোর্বস ম্যাগাজিনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এ ক্ষতির কারণ হিসেবে নিউইয়র্কে ব্যয়বহুল রিয়েল স্টেট ব্যবসা এবং নির্বাচনে ট্রাম্পের অস্বাভাবিক ব্যয়কে দায়ী করেছে ফোর্বস।