কলারোয়া

কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

By daily satkhira

October 13, 2016

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় কপোতাক্ষ নদ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন লাখ লাখ টাকার বাণিজ্য করছে একটি প্রভাবশালী মহল। প্রশাসনের অনুমতি না নিয়ে ড্রেজার বসিয়ে কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের খোরদো এলাকায় প্রতিদিন অবৈধভাবে এ বালু উত্তোলনের কাজ চালিয়ে যাচ্ছে। এর ফলে এস এলাকায় ভূ-তাত্ত্বিক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে এ স্থানীয় এলাকাবাসী।  গতকাল সরজমিনে কলারোয়ার দেয়াড়া ইউনিয়নের কপোতাক্ষ নদ এলাকা ঘুরে দেখা গেছে, নদের কয়েকটি স্থানে স্থানীয় প্রভাবশালীরা প্রশাসনের অনুমতি না নিয়ে ড্রেজার মেশিন বসিয়ে রমরমা বালুর তুলে লাখ লাখ টাকার বাণিজ্য করছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দেয়াড়া ইউনিয়নের খোরদো এলাকার আইনুদ্দীন গাজীর ছেলে স্থানীয় প্রভাবশালী গাজী ব্রিকসের মালিক আমানুল গাজী (৪০) এবং লিয়াকত আলী গাজীর ছেলে কালাম (৩৮) নামের দুই বালু ব্যবসায়ী কোন অনুমতি ছাড়াই প্রতিদিন অবৈধ ভাবে কয়েক লাখ টাকার বালু উত্তোলন করছে। তারা আরো জানান, উত্তোলনকৃত বালু ভ্যান, ট্রলি এবং ট্রাকের মাধ্যমে বহন করে সরাসরি আমানুলের ইট ভাটায় ইট তৈরির কাজে ব্যবহার করছে। এছাড়া তারা বালু উত্তেলন করে উপজেলার বিভিন্ন স্থানে বিক্রি করছে বলে জানান। এলাকাবাসী আরো জানান, বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনটি স্থানীয় প্রভাবশালী কালামের। তারা দুই জনে পার্টনার হিসেবে এ বালুর ব্যবসা করছে। আর কিছু দিনের মধ্যে ইট ভাটার কাজ শুরু হবে সে জন্য তারা দেয়াড়া এলাকা দিয়ে প্রবাহিত কপোতাক্ষ নদের বিভিন্ন স্থান থেকে দিনভর বালু উত্তোলন করে মজুদ করে রাখছে। এলাকাবাসী আরো জানান, এ বিষয় নিয়ে একাধিকবার জনপ্রতিনিধিদের জানানো হলেও আজও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। এছাড়া বালু উত্তোলনকারীরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারেনা। এ বিষয়ে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। এ ছাড়া সেখানে বালু উত্তোলনের জন্য প্রশাসনের নিকট থেকে কাউকে কোন অনুমোতি দেয় হয়নি। তবে তিনি বিষয়টি খোজ নিয়ে নিবেন বলেন জানান এবং সেখানে অবৈধ ভাবে বালু উত্তোলন কাজ করা হলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাংবাদিকদের জানান।