নিজস্ব প্রতিবেদক : সদর উপজেলার কুশখালী মাধ্যমিক বিদ্যালয়ে রোটারাক্ট ক্লাব অব সাতক্ষীরা’র উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র সহযোগিতায় বুধবার সকালে কুশখালী মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আমলকি, জলপাই, লেবু ও মেহগনিসহ বিভিন্ন প্রজাতির ২৬টি গাছের চারা রোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রোটারাক্ট ক্লাব অব সাতক্ষীরা’র প্রেসিডেন্ট রোটা. জি.এম আবুল হোসাইন, ভাইস- প্রেসিডেন্ট রোটা. ইজাজ আহমেদ, সেক্রেটারি শেখ কাইয়ুম রহমান, দৈনিক যুগের বার্তার স্টাফ রিপোর্টার রোটা. আব্দুল্লাহ আল মামুন, কুশখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল জব্বার, সহ-প্রধান শিক্ষক এ.এস.এম আব্দুল করিম, শিক্ষক মো. মুজিবর রহমান, বিকাশ চন্দ্র সরকার, মো. আক্তারুল ইসলাম, শিউলি শিশু ক্লাবের সভাপতি মোছা. মিথিলা পারভীন মেঘলা, বিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি মো. মেহেদী হাসান, ছাত্র সংসদের সদস্য মোছা. জিনিয়া পারভিন, রোকাইয়া সুলতানা, সামিয়া খাতুন সহ স্কুলের স্কাউট নেতৃবৃন্দ। বৃক্ষরোপনের পূর্বে গাছ লাগানোর উপকারিতা সম্পর্কে আলোচনা করেন বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক এ.এস.এম আব্দুল করিম, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, রোটারাক্ট ক্লাব অব সাতক্ষীরা’র প্রেসিডেন্ট রোটা. জি.এম আবুল হোসাইন প্রমুখ। বক্তারা বলেন, গাছ আমাদের বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অপরিহার্য। প্রত্যেকেরই সামর্থ অনুযায়ী একটি বা দুটি গাছের চারা রোপণের আহবান জানানো হয়।