নিজস্ব প্রতিবেদক : কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের (দরবাসা-ফাজিলকাটি) মনোশাদাহ বাওড়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার দুপুরের দিকে বিভিন্ন প্রজাতির ৮’শত কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা মৎস্য অফিস এ উদ্যোগ গ্রহণ করে।এসময় উপস্থতি ছিলেন জেলা মৎস্য অফিসার সহিদুল ইসলাম সরদার, কলারোয়া উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন ও সেলিনা আনোয়ার ময়না, মৎস্য অফিসার নৃপেন্দ্র নাথ বিশ্বাস, কৃষি অফিসার মহাসীন আলী, প্রাণী সম্পদ অফিসার ডা. আতিকুজ্জামান, সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, সমবায় অফিসার নওশের আলী, কেরালকাতা ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার, সহকারী মৎস্য অফিসার বজলুর রহমান, অতি.মৎস্য অফিসার পঙ্কজ বাহাদুর, উপ-সহকারী কৃষি অফিসার সোহাগ, ক্ষেত্র সহকারী সুমন, মনিরুজ্জামান শিমুল, কলারোয়া পৌর আ.লীগের সা. সম্পাদক সহিদুল ইসলাম, মৎস্যজীবী সমিতিরি সভাপতি বিমল কুমার পোদ্দার, আ.লীগ নেতা আব্দুর রউফ সরদার প্রমুখ।