কালিগঞ্জ

কালিগঞ্জ শ্রমিকলীগের সম্মেলন অনুষ্ঠিত; সভাপতি শাহাজালাল, সম্পাদক সবুর

By Daily Satkhira

October 19, 2017

কালিগঞ্জ ব্যুরো : সকল ভেদাভেদ ভুলে দলকে সু-সংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে নেতাকর্মীদের কাজ করতে হবে। বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের সার্বিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বিএনপি ও জামায়াতের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আগামি নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী যেই হোকনা কেন তৃণমূল পর্যায় থেকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার প্রার্থীকে জয়ী করতে হবে। বুধবার দুপুর ১২টায় খানবাহাদুর আহছানউল্লা সেতু সংলগ্ম বঙ্গবন্ধু‘র ম্যুরালের পাদদেশে জাতীয় শ্রমিকলীগ কালিগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান এ কথা গুলো বলছিলেন। জাতীয় শ্রমিকলীগ উপজেলা শাখার আহবায়ক শেখ শাহাজালালের সভাপতিত্বে সম্মেলনে প্রথম পর্বে উদ্বোধনী বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ জেলা শাখার সভাপতি সাইফুল করিম সাবু। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ খালেক, সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সরদার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি জিএম মাহাতাব উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি গৌতম লস্কর, বিষ্ণপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি ইফতেয়ার আলম সুমন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের অধিবেশনে জাতীয় শ্রমিকলীগ জেলা শাখার সভাপতি সাইফুল করিম সাবু‘র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএ খালেকের সঞ্চালনায় সর্ব সম্মতিক্রমে শেখ শাহাজালাল সভাপতি, আব্দুর সবুর সাধারণ সম্পাদক ও মাহবুবুর রহমান মুকুলকে সাংগঠনিক সম্পাদক করে ৪৫ জনের মধ্যে ৯ সদস্য বিশিষ্ট জাতীয় শ্রমিকলীগের উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্যান্যরা হলো সহ-সভাপতি মনিরুল ইসলাম মনি, যুগ্ম সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, শেখ জামসেদ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ তৈয়বুর রহমান, শেখ আশরাফুল ইসলাম কদম ও মহিলা বিষয়ক সম্পাদিকা মিনা পারভীন। অনুষ্ঠানে আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাবৃন্দ ও জাতীয় শ্রমিকলীগের ১২ ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।