তরিকুল ইসলাম লাভলু : পল্লী বিদ্যুতের অতিরিক্তি লোডশেডিংয়ের কারনে শিক্ষার ব্যাঘাট ঘটছে নলতার ইন্দ্রনগর ফাজিল মাদ্রাসা ও কাজলা গরিবুল্লাহ বিশ্বাস দাখিল মাদ্রাসাসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষ্যানুযায়ী শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নাইট কোচিং চালু করা হলেও সন্ধা হলেই রিতিমত পোহাতে হচ্ছে বিদ্যুতের ভেলকিবাজি। আর অল্পকিছুদিন পরেই তথা আগামী ১ নভেম্বর থেকে সারাদেশব্যাপি শুরু হতে যচ্ছে জেএসসি ও জেডিসি এবং ১৯ নভেম্বর থেকে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনি পরিক্ষা শুরু হতে যাচ্ছে। পরিক্ষার্থীরা তাদের শেষ মূহুর্তে নিচ্ছে ব্যাপক প্রস্তুতি। অথচ নলতার ইন্দ্রনগর ফাজিল মাদ্রাসা ও কাজলা গরিবুল্লাহ বিশ্বাষ দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের শেষ মূহুর্তে পরিক্ষার সঠিক প্রস্তুতি নিতে ব্যর্থ হচ্ছে। এদিকে ৫ম ও ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের ভাল ফলাফলের উপহার দিতে বছর জুড়ে ব্যবস্থা করে নাইট কোচিং এবং তা থেকে শিক্ষার্থীরা একটি ভাল ফলাফল উপহার দিতে পারে। কিন্তু পরিক্ষার মুখোমুখি অতিরিক্ত লোড শেডিংয়ের কারণে শিক্ষার্থীদের নাইট কোচিং এর মাধ্যমে পাঠদান করাতে হিমশিম খেয়ে যাচ্ছে শিক্ষকরা। বিদ্যুতের এমন ভেলকিবাজি থেকে পরিত্রান চেয়েছেন এসব এলাকার শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী,ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ। এ বিষয়ে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কালিগঞ্জ জোনাল অফিসের এজিএম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, পল্লী বিদ্যুতের কালিগঞ্জ পারওয়ার হাউজ থেকে বিদ্যুৎ সাপ্লাইয়ের ওভার লোডিং হওয়ার কারণে আমরা দেবহাটা পাওয়ার হাউজ থেকে নলতার আংশিক এলাকায় বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছি। তবে নলতার মাটিকোমরা এলাকা থেকে তারালী পর্যন্ত বিদ্যুৎ লাইনটি কালিগঞ্জ এরিয়ার ভিতরে পড়েছে। তিনি খুব দ্রুত এর সমাধানের আশ্বাষ দিয়েছেন। এদিকে এলাকার সকল মানুষের দাবী নলতা এলাকার নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ থাকে তাই তাদের ছেলে-মেয়েদের পরিক্ষা পর্যন্ত এসব এলাকার বিদ্যুৎ সংযোগটি নলতার বিদ্যুতের লাইনের সাথে সংযুক্ত করে ছাত্র-ছাত্রীদের এ দূর্ভোগ থেকে পরিত্রান দেওয়া হোক।