ফিচার

সাতক্ষীরা শিশু একাডেমির উদ্যোগে শেখ রাসেল এর জন্মবার্ষিকী পালন

By Daily Satkhira

October 19, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা শিশু একাডেমি মিলনায়তনে বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আবু জাফর মো. আসিফ ইকবল এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিশু একাডেমী পরিচালনা পরিষদের সদস্য শেখ ফারুকুজ্জামান ডেভিট ও সাতক্ষীরা দিবা নৈশ কলেজের সহকারী অধ্যাপক মোস্তাক আহমেদ শুভ্র প্রমুখ।

সভাপতির বক্তব্যে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আবু জাফর মো. আসিফ ইকবল বলেন, ‘১৯৭৫-এর পনের আগস্ট বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিচিহ্ন করতেই বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা শেখ রাসেলকে হত্যা করে।

শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধিবোধ সম্পন্ন মানুষদের কাছে ভালবাসার নাম। অবহেলিত, পশ্চাৎপদ, অধিকার বঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার প্রতীক হয়ে গ্রাম-গঞ্জ-শহর তথা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ও লোকালয়ে শেখ রাসেল আজ এক মানবিক সত্ত্বায় পরিণত। মানবিক চেতনা সম্পন্ন মানুষরা শেখ রাসেলের বিয়োগ দুঃখ বেদনাকে হৃদয়ে ধারণ করে বাংলার প্রতিটি শিশু-কিশোর তরুণের মুখে হাসি ফোঁটাতে প্রতিশ্রুতি।’ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী শেষে জেলা শিশু একাডেমির শিশু শিল্পীদের পরিবেশনায় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিশু একাডেমির লাইব্রেরিয়ার শেখ রফিকুল ইসলাম রফিক।