ফিচার

সাতক্ষীরায় আপত্তিকর অবস্থায় আটকের পর দুই এনজিও কর্মীর বিয়ে

By Daily Satkhira

October 19, 2017

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা পৌরসভার ৫ ওয়ার্ড মিয়া সাহেবের ডাঙ্গা এলাকার নূরুল হকের স্বামী পরিত্যক্তা মেয়ে (২৮) ও ধুলিহর জাহানাবাজ এলাকার আব্দুর সালামের ছেলে বাইদুল্লাহ (২২) আপত্তিকর অবস্থায় ধরা পড়ে। ছেলে বুধবার রাতে মেয়ের বাড়িতে আসে এক পর্যায়ে মধ্যরাতে এলাকাবাসি আপত্তিকর অবস্থায় তাদের দেখতে পেয়ে আটকে রাখে। সকালে পুলিশের খবর দিলে সদর থানার এস আই অনুপ, এ এস আই হামিদ, এবং একজন কনেস্টবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দফ-রফা উত্তর ১ লক্ষ ৯ হাজার ৯৯৯ টাকা দেনমহর বেধে উভয়ের বিয়ের সিদ্ধান্ত দেয় পুলিশ। পরে এলাকাবাসী থেকে দুজনের বিয়ে দিয়ে দেয়। স্থানীয়রা জানান, স্বামী পরিত্যক্তা মেয়ে সাথীর আগের পক্ষে ৮ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। সে ইডা সংস্থায় এবং ছেলে বাইদুল্লাহ ব্রেকিং দ্যা সাইলেস এনজিওতে কাজ করে, চাকরি সুবাদে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। আর সে সুবাদে দীর্ঘদিন যাবত তারা অবৈধভাবে মেলামেশা করে আসছিল। এ বিষয়ে মেয়ের ভাই মিজান জানান, নগদ ১০ হাজার টাকার বিনিময়ে পুলিশ এ ঘটনা মীমাংশা করে চলে যায়। তবে টাকার বিষয়ে সদর থানার এসআই অনুপ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ছেলে এবং মেয়ের পরিবারের পক্ষ থেকে তাদের বিবাহের আয়োজন করেন। এখানে কোন টাকা লেনদেন হয়নি।