নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সার্কিট হাউজে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে তাৎক্ষণিক মত বিনিময় করছেন ডা. আ ফ ম রুহুল হক এমপি। বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে নলতা গ্রামের বাড়িতে যাওয়ার পথে সাতক্ষীরা সার্কিট হাউজে পৌছে এ মতবিনিময় করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: কাজী হাবিবুর রহমান, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তৌহিদুর রহমান, সাতক্ষীরা জর্জ কোর্টের পাবলিক প্রসিকিউটর এড. ওসমান গণি, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন, সাতক্ষীরা রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব হাফিজুর রহমান মাসুম, দৈনিক আজকের সাতক্ষীরা’র বার্তা সম্পাদক এম. বেলাল হোসাইন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাংবাদিক বসির আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় ডা. রুহুল হক এমপি বলেন, সাতক্ষীরার সড়ক নিয়ে আমরা ভীষণভাবে উদ্বিগ্ন। মানুষের চলাচলের অসুবিধা আমরা অনুভব করতে পারি। ইতিমধ্যেই বিভিন্ন সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। বর্ষা মৌসুম পুরোপুরি শেষ হলে আরও অনেক সড়কের সংস্কার কাজ শুরু করে। আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ মন্ত্রণালয়ের সাথে নীবিড় যোগাযোগ রাখছি। আশা করি দ্রুত মানুষের ভোগান্তির অবসান হবে। সম্প্রতি সাতক্ষীরা মেডিকেল কলেজের কিডনি ডায়ালেসিস সেবার এর উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে সাতক্ষীরার কিডনি রোগীরা স্বল্পমূল্যে উন্নত সেবা পাবে। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আগামীতে এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভরসা রাখার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এসময় তিনি সাতক্ষীরায় বিএনপি নেতা হুদা কর্তৃক প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট শেয়ারের নিন্দা জানান এবং অবিলম্বে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন।