কলারোয়া ডেস্ক : কলারোয়ার জয়নগর ইউনিয়নের ক্ষেত্রপাড়ায় কৃত্রিম কারণে সৃষ্ট জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন। ক্ষেত্রপাড়া খালের মুখ বেঁধে মাছ চাষ করার ফলে পার্শ¦বর্তী গাজনা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে পানি উঠে যায়। যার ফলে ওই বিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষার্থীকে পাশের খোলা স্থানে পাঠদান চলছিলো। এমনই পরিস্থিতিতে আবদ্ধ জল নিরসনের উদ্যোগ নেয়া হয়। বৃহষ্পতিবার সকালে জলাবদ্ধতা নিরসন কার্যক্রম সরেজমিনে পরিদর্শনে যান ইউএনও মনিরা পারভীন। সেখানে তিনি ক্ষেত্রপাড়া খালের ভেড়িবাধে গিয়ে মাছ চাষীদের সাথে জলাবদ্ধতা সমাধানের বিষয়ে আলোচনা কওে আগামি ৫দিনের মধ্যে ভেঁড়িবাধ ভেঙ্গে পানি অপসারণ করার নির্দেশ প্রদান করেন বলে জানা গেছে। এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস, কৃষি কর্মকর্তা মহাসীন আলী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এএসএম আতিকুজ্জামান, সমবায় কর্মকর্তা নওশের আলী, স্থানীয় ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবু, অবসরপ্রাপ্ত শিক্ষক দাউদ আলী, চাষী আব্দুল গফ্ফার, রেজাউল ইসলাম, নজরুল ইসলাম প্রমুখ। এদিকে, ধানদিয়া আশ্রয়ণ প্রকল্পে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণের সাথে আশ্রয়ণবাসীর বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়। সেসময় ইউএনও মনিরা পারভীনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসাররা উপস্থিত ছিলেন। এদিকে, একই দিন উপজেলার হেলাতলা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন ইউএনও মনিরা পারভীন।