ফিচার

সংবাদ প্রকাশের পর পাকাপোলের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ

By Daily Satkhira

October 20, 2017

নিজস্ব প্রতিবেদক : অনলাইন নিউজপোর্টাল ডেইলি সাতক্ষীরা’য় প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে শহরের পাকাপুলের দু’ধার দখল করে রাখা দোকানপাট উচ্ছেদ শুরু করেছে সাতক্ষীরা পৌরসভা। বৃহস্পতিবার দুপুরে পৌর কর্তৃপক্ষ পাকাপুলের ধারে অবৈধ দখলদার এক ব্যবসায়ীর দোকান উচ্ছেদ করে দেয়।

পাকাপুল মোড়ের ফল ব্যবসায়ীরা জানান, তারা দীর্ঘদিন ধরে ব্রিজের নিচে রাস্তার ধারে ফল বিক্রিয় করে আসছেন। কিন্তু সম্প্রতি মুনজিতের হেকমত নামের এক ব্যক্তি পাকাপুলে পাশ দখল করে প্রথমে পান সিগারেট বিক্রি শুরু করে। ধীরে ধীরে সেখানে দু’টি ফলের দোকান ভাড়া বসাই এবং তাদের কাছ থেকে দৈনিক ২০০ টাকা হারে ভাড়া উত্তোলন শুরু করে। এতে করে পাকাপুলের উপরে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এঘটনায় গত ১৫ অক্টোবর দৈনিক আজকের সাতক্ষীরা ও ডেইলি সাতক্ষীরায় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে নড়েচড়ে বসে পৌর কর্তৃপক্ষ। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করা হয়। এবিষয়ে পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী বলেন, আসলে রাস্তা বা পাকাপুল দখল করে যারা ব্যবসা করছেন তাদের বিরুদ্ধে এ অভিযান চলবে। জনগণের চলাচলে বাধাগ্রস্ত করে এধরনের কোন দোকানপাট পরিচালনা করতে দেওয়া হবে না।