সাতক্ষীরা

কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে সাতক্ষীরায় জেলা এডভোকেসি সভা অনুষ্ঠিত

By Daily Satkhira

October 20, 2017

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উপলক্ষ্যে জেলা এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন অফিস সাতক্ষীরার আয়োজনে সিভিল সার্জন সভাকক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা: তৌহিদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, ডা: মো: আব্দুল গফুর। কৃমি নিয়ন্ত্রণ উপলক্ষ্যে স্বাস্থ্যবার্তা পাওয়া পয়েন্ট প্রেজেন্টেশন করেন সিভিল সার্জন অফিসের এমও সিএস ডা: আরিফুরজ্জামান। উপস্থিত ছিলেন জেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার অলোক কুমার তরফদার, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দীন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শাহীনুর খাতুন। উলে¬খ্য কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ-১৭ উপলক্ষ্যে প্রথম দফায় ৪ থেকে ৯ নভেম্বর এবং ২য় দফায় ১৬ থেকে ২৩ নভেম্বর জেলায় মোট ২৩২১ টি স্কুলে ৪ লক্ষ ৭৮ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে কৃমি নাশক ঔষধ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।